PRINCIPAL MESSAGE

Download file

প্রফেসর মোঃ শহিদুজ্জামান 

অধ্যক্ষ

অধ্যক্ষের পরিচিতি 

প্রফেসর মো: শহীদুজ্জামান ১২ মার্চ ২০১৮খ্রি. অধ্যক্ষ হিসেবে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, টাঙ্গাইল-এ যোগদান করেন। এর পূর্বে তিনি ১০ জুন ২০১০খ্রি. থেকে ২৪ নভেম্বর ২০১৩খ্রি. পর্যন্ত কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল-এ উপাধ্যক্ষ হিসেবে এবং ২৪ নভেম্বর ২০১৩ থেকে ১২ মার্চ ২০১৮খ্রি. পর্যন্ত নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর, টাঙ্গাইল-এ উপাধ্যক্ষ  হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি ১৪শ বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক প্রাণিবিদ্যা পদে যোগদান করে সিভিল সার্ভিস শুরু করেন। পরবর্তীতে তিনি মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ , সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ,  কাগমারী, টাঙ্গাইল, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল, সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল, নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল-এ কৃতিত্ব ও সফলতার সাথে কর্মজীবন সম্পন্ন করেন।


তিনি শিশুকাল থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে সফলতার স্বাক্ষর রাখেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ১৯৮২ সালে এস.এস.সি পরীক্ষায় কৃষি বিজ্ঞান শাখায় ১ম বিভাগে উর্ত্তীণ হন এবং একই বোর্ডের অধীনে ১৯৮৪ সালে সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ  থেকে এইচ.এস.সি পরীক্ষায় কৃষিবিজ্ঞান শাখায় ঢাকা বোর্ডে ১ম বিভাগসহ তৃতীয় স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ১৯৮৭খ্রি. প্রাণিবিদ্যায় স্নাতক (সম্মান) ও ১৯৮৮ সালে প্রাণিবিদ্যায় প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।


সরকারি কলেজ শিক্ষকদের জন্য বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণ, সৃজনশীল পদ্ধতির প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে মালয়েশিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেন।


এই গুণী  ব্যক্তি ১৯৬৭ সালে মানিকগঞ্জের সাটুরিয়া  উপজেলার দড়গ্রাম ইউনিয়নের তেঘুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো: আহসান উল্লাহ ও মাতার নাম মানিকজান।


গুণগত শিক্ষা সম্প্রসারণে ধ্যান-জ্ঞান ও মেধার প্রয়োগ ঘটিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক চাহিদা উপযোগী মানব সম্পদ উন্নয়নে ও চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে  উন্নত সমৃদ্ধ ও জ্ঞাননির্ভর জাতি গঠনের প্রাণকেন্দ্র হিসেবে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, টাঙ্গাইল-কে একটি আদর্শ ও অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।